ঝিনাইদহের ৪ পৌরসভায় মেয়র পদে ১৮ জনের মনোনয়নপত্র জমা
ঝিনাইদহ জেলায় মোট পৌরসভা ছয়টি। এর মধ্যে শৈলকুপা, কোটচাঁদপুর, মহেশপুর ও হরিণাকুণ্ডু পৌরসভায় নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এই চার পৌরসভায় আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী আছেন দুজন।
শৈলকুপা পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন নারীসহ পাঁচজন। এঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খান, বিএনপি মনোনীত খলিলুর রহমান, স্বতন্ত্র পদে তাঁর স্ত্রী রিজিয়া সুলতানা ও রেজাউল ইসলাম রাজু।
এখানে সাধারণ কাউন্সিলর পদে ৪২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহেশপুর পৌরসভায় মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁরা হলেন আওয়ামী লীগের আবদুর রশিদ খান, বিএনপির নজিবুদ্দৌলা, জাসদের (ইনু) রমজান আলী ও স্বতন্ত্র হিসেবে জামায়াতে ইসলামীর নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, বর্তমান মেয়র বিএনপির বিদ্রোহী আমিরুল ইসলাম খান চুন্নু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পার্টির তাহাবুর রহমান।
কাউন্সিলর পদে ৪৬ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হরিণাকুণ্ডু পৌরসভায় মেয়র পদে মাত্র তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁরা হলেন বিএনপির জিন্নাতুল হক, আওয়ামী লীগের শাহিনুর রহমান রিন্টু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবদুর রাজ্জাক। এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কোটচাঁদপুর পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের সহিদুজ্জামান সেলিম, বিএনপির এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, স্বতন্ত্র জাহিদুল ইসলাম জাহিদ ও জামায়াত নেতা শরিফুল ইসলাম।
এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মনোনয়নপত্র জমাদান নিয়ে আজ সকাল থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কলতানে রিটার্নিং অফিসারদের দপ্তরগুলো মুখর হয়ে ওঠে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভায় জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকি তিনটির দায়িত্ব পালন করছেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তারা।