শেরপুরের ৪ পৌরসভায় মেয়র পদে ২২ প্রার্থী

Looks like you've blocked notifications!
শেরপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের সমর্থকদের ভিড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। ছবি : এনটিভি

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ বৃহস্পতিবার শেরপুর সদর পৌরসভাসহ জেলার চার পৌরসভায় মেয়র পদে ২২ জন মনোনয়পত্র জমা দিয়েছেন। 

এর মধ্যে শেরপুরে সদরে মেয়র পদে পাঁচজন, নালিতাবাড়ীতে চারজন, নকলায় সাতজন এবং শ্রীবরদীতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

শেরপুর পৌরসভার মনোনয়নপত্র জমা নেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

শেরপুর সদরে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির আবদুর রাজ্জাক আশীষ, জাতীয় পার্টির মীর দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান পৌর মেয়র হুমায়ুন কবির রুমান মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষ মনোনয়নপত্র জমা দেন ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান।

নালিতাবাড়ী পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আনোয়ার হোসেন, আওয়ামী লীগের আবু বকর বাক্কার, স্বতন্ত্র সাবেক মেয়র আবদুল হালিম উকিল ও সামছুল আলম  সওদাগর মনোনয়নপত্র জমা দেন। 

নকলায় পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোখলেছুর রহমান তারা, আওয়ামী লীগের হাফিজুর রহমান লিটন, স্বতন্ত্র নূরে আলম উৎপল, আমির উদ্দিন, আমিরুল ইসলাম, শফিউল ইসলাম ও আবদুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেন। 

শ্রীবরদী পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আবদুল হাকিম, আওয়ামী লীগের আবু সাঈদ, স্বতন্ত্র ডা. ওয়ালিউজ্জামান আশরাফী্, আলমগীর হোসেন, শাহীদুল্লাহ শাহী ও আবু রায়হান আল বেরুনী মনোনয়নপত্র দাখিল করেন।  

অন্যদিকে শেরপুর সদর পৌরসভায় কাউন্সিলর পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন; নালিতাবাড়ীতে কাউন্সিলর পদে ৩৫, মহিলা কাউন্সিলর পদে সাতজন; নকলায় কাউন্সিলর পদে ৩৯ জন, মহিলা কাউন্সিলর পদে নয়জন এবং শ্রীবরদীতে কাউন্সিলর পদে ৩৫ জন ও মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।