আচরণবিধি লঙ্ঘন করে আ. লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আয়ুব বখত জগলুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানাকে নিয়ে আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন।
এতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়েছে অভিযোগ করে আজ বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে আবেদন জমা দিয়েছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদীন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনধিক পাঁচজন লোক নিয়ে যাওয়ার কথা থাকলেও আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানাসহ শতাধিক দলীয় নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এ ব্যাপারে পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেন, ‘আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। কেউ অভিযোগ করে থাকলে সেটা সত্য নয়।’
সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা বলেন,‘আমি সেখানে কোনো প্রার্থীর সঙ্গে যাইনি। আমি আমার ব্যক্তিগত কাজে গিয়েছিলাম।’
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘সুনামগঞ্জের একটি ঐতিহ্য রয়েছে। এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ‘বতর্মান পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানা উপস্থিত ছিলেন। আমরা এ ব্যাপারে বতর্মান পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে চিঠি দিচ্ছি।’
তবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কোনো কথা বলেননি।