চাঁদাবাজির মামলা

নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ জানুয়ারি

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকালে এ মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে তাঁকে হাজির করা হয়। আদালত আগামী ১১ জানুয়ারি এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম অশোক কুমার দত্ত শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় জনৈক ব্যবসায়ী ইকবাল হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন নূর হোসেন। চাঁদা না পেয়ে ইকবাল হোসেনের ওপর হামলা চালায়। মারধর করে দোকানপাট ভাঙচুর করে। ওই ঘটনায় ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন এবং তাঁর ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। 

নূর হোসেনকে গত ২৭ নভেম্বর আরো একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করা হয়েছিল। সাত খুনসহ তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

নারারণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গত ১২ নভেম্বর ভারত থেকে ফেরত আনা হয়।