কাল বাকৃবির ভর্তি পরীক্ষা

Looks like you've blocked notifications!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। দুই শিফটে প্রায় ২৬ হাজার ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে এক হাজার ২০০ আসনের বিপরীতে শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা করে দুই শিফটে দুটি ভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম আবেদনকারী সব পরীক্ষার্থীই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) জানা যাবে।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস ডি চৌধুরী বলেন, এ বছরই প্রথম আবেদনকারী সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ভর্তি পরীক্ষার আগের রাত থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই আমরা ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব। কোনো শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।