পাবনায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Looks like you've blocked notifications!
পাবনার আরিফপুর মাঠে বৃহস্পতিবার বিকেলে ‘দিলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫’ উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামসুর রহমান খান মানিক। ছবি : এনটিভি

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে পাবনায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ১২ দিনব্যাপী ‘দিলু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পাবনার আরিফপুর মাঠে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামসুর রহমান খান মানিক প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ১২ রানে সংগ্রাম একাডেমি জয়লাভ করে।

এ উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ পাবনা শাখার সভাপতি নাইস পারভীন ফেন্সির সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমকাল পাবনা কার্যালয়ের স্টাফ রিপোর্টার এ বি এম ফজলুর রহমান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ জোয়ার্দার, রফিকুল ইসলাম গেদু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান তারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এস এম আবদুল আওয়াল এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। 

টসে জিতে প্রথমে ব্যাট করে সংগ্রাম একাডেমি। তারা ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে রাঘবপুর বয়েজ ক্লাব ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। সংগ্রামের রিফাত ৫০, লিখন ৪৮, জাকির ১৬ ও জুবায়ের ৪ রান করে। রাঘবপুর বয়েজ ক্লাবের হাসিব ৫০, আফিল ৪০, হ্যাপী ১২ এবং সৌরভ ১ রান করে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে ত্রিরত্ন ক্লাব বনাম এমআরসিসি ক্লাবের মধ্যে খেলা হয়। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে ত্রিরত্ন ক্লাব। তারা ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে এমআরসিসি ক্লাব ৮ ইউকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। ত্রিরত্ন ক্লাবের মুন্না ৩৭, বাবু ১৯, শাকিল ১৮ রান করে। দিনের অপর খেলায় আল আকসা ক্লাব ৭ উইকেটে জোড় বাংলা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সুহৃদ সমাবেশ সদস্য মো. দেলোয়ার হোসেন দিলু স্মরণে এই ক্রিকেট টর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দিলু কয়েক বছর আগে মারা যান।