নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা কানাইলালের পরলোকগমন

Looks like you've blocked notifications!
নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা কানাইলাল সরকার কানু। ফাইল ছবি : এনটিভি

নেত্রকোনা পৌরসভার দক্ষিণ সাতপাই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কানাইলাল সরকার কানু (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কানু সরকারের গ্রামের বাড়ি জেলার মোহনগঞ্জ উপজেলার বল্লভপুরে। তবে তিনি শৈশবে বাবা-মা হারিয়ে তাঁর মামার বাড়ি খালিয়াজুরী উপজেলার দাসআটিতে জীবনযাপন করেন। মৃত্যুর আগে তিনি সাতপাই অবস্থান করতেন।

এর আগে বৃহস্পতিবার সকালে সাতপাইয়ে নিজ বাসভবন থেকে কানাইলাল সরকারকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কানাইলাল সরকার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খালিয়াজুরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কানাইলাল সরকারকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, পৌরসভার মেয়র প্রশান্ত রায়, সাবেক মেয়র নজরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর মহসীন আলম, মুক্তিযোদ্ধা গুলজার আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে বেলা ১২টায় কানাইলাল সরকারের শবদেহ দক্ষিণ সাতপাই শ্মশানঘাটে সৎকার করার জন্য তোলা হয়।