নওগাঁয় চার্চ অব মিশনের বাড়িতে রহস্যজনক আগুন
নওগাঁয় চার্চ অব বাংলাদেশ মিশনের আবাসিক এলাকার তত্ত্বাবধায়কের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার্চ ইনচার্জ আলবার্ট ফলিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় চার্চের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আলবার্ট ফলিয়া বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আমি বাড়িতে তালা দিয়ে বাইরে যাই। এ সময় বাড়িতে কেউ ছিল না। পৌনে ৮টার দিকে আমার স্ত্রী তাঁর কর্মস্থল থেকে বাড়িতে ফিরে জ্বালানি কাঠ রাখার ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও জ্বালানি কাঠ ও ঘরের টিনের চালা পুড়ে গেছে।’
আলবার্ট জানান, রান্নাঘরসংলগ্ন কাঠের ঘরে আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে তা অনুমান করা যাচ্ছে না। ওই দিন সকালের পর বাড়িতে আর রান্না হয়নি। আর শর্টসার্কিটের কারণেও আগুন লাগেনি, কারণ তাঁদের বৈদ্যুতিক মিটার অটো। শর্টসার্কিট হলে মিটারের সুইচ অফ হয়ে যেত। নাশকতার উদ্দেশে কেউ আগুন লাগাতে পারে বলে তিনি জানান।
চার্চের বাসিন্দা রিচার্ড বাড়ই বাপ্পী ও অরুণ জানান, এই চার্চে ৩০টি পরিবার বসবাস করে। গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনার পর প্রশাসনের কাছে চার্চের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, ‘শহরের চকরামপুর এলাকায় অবস্থিত চার্চে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনা পরিদর্শনে যাই। ঘটনা পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে, এটি নাশকতার কোনো ঘটনা নয়।’ নিরাপত্তার বিষয়ে তিনি জানান, নওগাঁর সব চার্চ, মন্দির ও গির্জায় নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।