ঠাকুরগাঁওয়ে দুই বাংলার মিলনমেলা

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কাঁটাতারের দুই পাশে জড়ো হয়েছেন। ছবি : এনটিভি

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হরিপুর উপজেলার চাঁপাসার ও কোচল সীমান্তে অবস্থিত গোবিন্দপুর শ্রীশ্রী জামর কালীমন্দিরে পূজা উপলক্ষে অস্থায়ী মেলার আয়োজন করেন স্থানীয়রা। 

হরিপুরের কুলিক নদী পার হয়ে সকাল থেকেই বাংলাদেশের চাঁপাসার ও কোচল এবং পশ্চিমবঙ্গের মাকড়হাট ও নারগাঁও সীমান্ত এলাকা থেকে ৩৪৪/৪৫ নম্বর মেইন পিলার এলাকায় কাঁটাতারে দুই প্রান্তে ভিড় করে হাজার হাজার নানা বয়সী মানুষ। এতে ওই সীমান্তে এক মিলনমেলায় পরিণত হয়। কেউ বা খাবার আদান-প্রদান, কেউ বা সুখ-দুঃখের কথা বলে সময় পার করেন। আর সীমান্ত পারেই বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের দাবি, সরকারের পক্ষ থেকে এই দিনটিতে মেলার আয়োজন করা হলে আরো বেশি উপলব্ধি করবে দুই বাংলার মানুষ।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক তুষার বিন ইউনুস জানান, এটা স্থানীয়ভাবে হয়, এবারও হয়েছে। তবে বিজিবি ও বিএসএফের সহায়তা ছিল।