ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথের আপলাইনে এবং বিকেলে নরসিংদীতে ডাউনলাইনে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পথেই রেল চলাচল শুরু হয়নি।
রেলের কর্মীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
রেলওয়ের নরসিংদী-আখাউড়া জোনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোজাম্মেল হক জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধারের কাজ শুরু হবে। আনুমানিক আরো তিন ঘণ্টা পরে এই পথে রেল যোগাযোগ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শাহ মঈনুল হোসেন জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন বেলা পৌনে ১১টার দিকে পুনিয়াউট এলাকা অতিক্রম করছিল। এ সময় লাইনের ত্রুটির কারণে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
পরপর দুটি দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আন্তনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।