সিলেটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সিলেট নগরীর উপকণ্ঠের পীরেরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি বেপরোয়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সঙ্গে সঙ্গেই সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে তামাবিল থেকে পাথরবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে সিলেট শহরের দিকে আসছিল। পীরেরবাজারে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লেগুনা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এর পর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বেপরোয়া ট্রাকটি।
ঘটনাস্থলে উপস্থিত খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল জানান, দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ও পীরেরবাজার এলাকার বাসিন্দা রফিক মিয়া (৪৫) ও অটোরিকশা চালক টিকরপাড়া এলাকার বাসিন্দা বাবুল নিহত হন।