মহেশপুরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাজিব দৌলার মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে আজ রোববার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এ সময় আরো দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
এঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) রমজান আলী মণ্ডল।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির নজিব দৌলা হলফনামায় স্বাক্ষর করেননি এবং আয়কর রিটার্ন জমা দেননি।
স্বতন্ত্র শহিদুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটারদের তালিকা সঠিকভাবে দেননি। আর রমজান আলী মণ্ডল তাঁর আয়কর সার্টিফিকেট মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করেননি।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ পাবেন।