পঞ্চগড়ে জামায়াত নেতার মনোনয়ন বাতিল

Looks like you've blocked notifications!

পঞ্চগড় পৌরসভায় মেয়র পদপ্রার্থী জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্রভাবে নির্বাচনপ্রত্যাশী এ জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিল করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাইয়ের কাজ চলে।

এ ছাড়া নয়জন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ছয়জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী আছেন।

রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম জানান, ১০০ সমর্থনকারী ব্যক্তির কাগজে প্রার্থীর স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পুলিশ প্রশাসন, ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।