আগুনে নষ্ট পিএসসি পরীক্ষার ৪৫৯ উত্তরপত্র!

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

সদ্য সমাপ্ত প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ৪৫৯টি উত্তরপত্র ‘পুড়ে যাওয়া অবস্থায় পেয়েছেন’ শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, গতকাল শনিবার সিলেট সদর উপজেলা কমপ্লেক্সে উত্তরপত্র বাছাই করতে গিয়ে এ অবস্থা দেখা গেছে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ৪৫০ জন শিক্ষক গত ২ ডিসেম্বর থেকে ওই ভবনে কাচঘেরা কক্ষে রাখা উত্তরপত্র বাছাই করার কাজ শুরু করেন। গতকাল ১৪টি বান্ডিলে মোট ৪৫৯টি উত্তরপত্র পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান শিক্ষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিএসসি পরীক্ষা কমিটির সভাপতি মীর মাহমুদুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, উত্তরপত্রগুলোর মধ্যে ১৪১টি ইংরেজির এবং ৩১৮টি বাংলা ও বিশ্ব পরিচয়ের।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক তাহমিনা বেগম জানিয়েছেন, কেউ ইচ্ছে করে (স্যাবোটাজ) কাজটি করতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কমপ্লেক্সের কর্মকর্তারা বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে শাহ পরাণ থানায় মামলা করেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বিস্তারিত জানার জন্য বিষয়টি তদন্ত করছি আমরা।’

সারা দেশে ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ ডিসেম্বর ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা।