সাতক্ষীরায় দুই জামায়াত নেতার মনোনয়নপত্র বাতিল
সমর্থকদের সইয়ে গরমিল থাকায় সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল হুদার মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ইমান আলীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। উভয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সাতক্ষীরার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এহতেশামুল হক জানান, নুরুল হুদা ১০০ জনের জায়গায় ৯৯ জনের সই জমা দেওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল হয়ে যায়।
কলারোয়ার রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, যাঁরা সই করেছেন তাঁদের সইয়ে গরমিল ও অস্পষ্টতা থাকায় ইমান আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাছাই শেষে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের মো. শাহাদাত হোসেন, বিএনপির তাজকিন আহমেদ চিশতি, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাসিম ফারুক খান মিঠুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কলারোয়া পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির সাবেক মেয়র আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির এম মনসুর আলী ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।