শেরপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১০ জনের সাজা

Looks like you've blocked notifications!

শেরপুর জেলা সদরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিচারকাজ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

দণ্ডাদেশপ্রাপ্তদের কাছ থেকে হেরোইন ও গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে অধিদপ্তর জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবিনা ও রাকিবুলের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। অন্যদের কাছ থেকে গাঁজা ও ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অভিযানের পর রুবিনা ও রাকিবুলকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং হেলাল, সুজন, জামাল, বিল্লাল, বালাম, আরিফুল ও আব্দুল আওয়ালকে গাঁজা রাখা এবং সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

ভারতীয় মদ রাখার অপরাধে শহরের বারাকপাড়া এলাকার জাকিউল ইসলাম জুয়েলকে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।