আপিলে আ. লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন বাতিল

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনুর মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে শুক্রবার নির্বাচনের আপিল কর্তৃপক্ষ সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
এতে ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপির প্রার্থী শামছুর রহমান। আবদুল ওয়াহিদ মজনু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আবদুল ওয়াহিদ মজনু জানান, ৩ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার পর ৫ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে তাঁর প্রার্থিতা সঠিক বলে জানানো হয়। এরপর তিনি ৭ ডিসেম্বর সন্ধ্যায় জানতে পারেন ছাতকের একটি ব্যাংক থেকে তাঁর প্রার্থিতার বিষয়ে নির্বাচনের আপিল কর্তৃপক্ষ সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে আপিল করা হয়েছে। তিনি ওই ব্যাংকের একজন গ্রাহকের ঋণের জামিনদার (গ্রান্টার) ছিলেন। ওই গ্রাহক ঋণ পরিশোধ করেননি। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানি হয়। এরপর আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক তাঁর মনোনয়ন বাতিলের আদেশ দেন।
ছাতক পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক কর্তৃপক্ষ মনোনয়ন বাছাইয়ের দিন আপিল করেনি। আপিল করা হয়েছে পরে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে শুনানি হয়।