বিদ্যুতের আলোয় আলোকিত হলো হাটকান্দা গ্রাম

Looks like you've blocked notifications!
নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। ছবি : এনটিভি

বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাটকান্দা।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।

গ্রামটিতে ৩৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা ব্যয়ে দুই দশমিক ৭১৬ কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচসুবিধা সৃষ্টিতে ২০৩টি পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।

এ উপলক্ষে পূর্বধলা হাটকান্দা সরকারি বিদ্যালয় মাঠে আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুকশেদ আলী শেখের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ারেসাত হোসেন বেলাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা বেগম, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. বাবুল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আইন উদ্দিন আকন্দ, যুবলীগ নেতা মাহবুবুর রহমান বুলবুল, ফেরদৌস আলম প্রমুখ।