আগরতলায় ভোট, আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ শনিবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌরসভা নির্বাচনের ভোট গণনার কারণে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নির্বাচনের ভোটগ্রহণের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ ডিসেম্বর আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়।
আখাউড়া আমদানি-রপ্তানিককারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, আগরতলা পৌরসভা নির্বাচনের ভোট গণনার কারণে আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আগামী রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।