সিলেটে শ্রমিকদের ডাকে ট্রাক ধর্মঘট শুরু

Looks like you've blocked notifications!
গতকাল সিলেট প্রেসক্লাবে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ছবি : এনটিভি

সড়কে চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

এ ধর্মঘটের ফলে সিলেট বিভাগের সব সড়ক-মহাসড়কে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। নগরীর দক্ষিণ সুরমা বাইপাসে ট্রাকশ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে সকালে বিক্ষোভ মিছিল করেছেন।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সিলেট-তামাবিল-জাফলং-বিছনাকান্দি ও শ্রীপুর সড়ক থেকে বাঁশের ব্যারিকেড উচ্ছেদ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সিটি-পৌরসভা ও ইউনিয়ন ট্যাক্স বন্ধ, অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতন বন্ধ, কোম্পানীগঞ্জ-বিছনাকান্দি সড়কে ডাকাতি বন্ধ এবং গত ১৯/২০ বছর ধরে আত্মসাৎ করা কোটি টাকা ফেরত প্রদান।

সিলেট জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ঘোষিত কর্মসূচি থেকে পিছিয়ে যাবেন না।

গতকাল দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।