শৈলকুপায় আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, পুলিশের গুলি
ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর চৌরাস্তার মোড়ে আওয়ামী লীগের মুক্তার আহম্মদ মৃধা ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্যা পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪টি গুলি ছুড়ে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ডাবলু, কনস্টেবল শওকত, হুমায়ুনসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, উপজেলার আবায়পুর ইউনিয়নের হাটফাজিলপুর বাজারের চৌরাস্তার মোড় এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তার আহম্মদ মৃধা ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্যার সমর্থকরা আজ বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় এলাকার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাঁদের মাঝখানে অবস্থান নেন। দুই পক্ষই হামলা, পাল্টাহামলা শুরু করলে এএসআই ডাবলু, কনস্টেবল শওকত ও হুমায়ুন ইটের আঘাতে আহত হন। তখন পুলিশ ১৪টি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি বলে দাবি করেন ওসি।
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানিয়েছেন, একটি মামলায় ১৫০ ব্যক্তির হাজির হওয়া নিয়ে এলাকার দুই আইনজীবীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ বাধে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় একটি সূত্র জানায়, পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উভয় পক্ষের মধ্যে রাতে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।