মাগুরায় ‘বিদ্রোহীমুক্ত’ হলো আ. লীগ
মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। ফলে এখন এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ‘বিদ্রোহীমুক্ত’ হলো।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অ্যাডভোকেট কল্লোল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা নির্বাচনী কার্যালয় থেকে জানানো হয়েছে, এদিন এক মেয়র পদপ্রার্থী ছাড়াও
সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখানে মেয়র পদে চারজন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মেহেতাজ জাহিদ, ৩ নম্বর ওয়ার্ডের সংরিক্ষত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কুশরিয়া ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আজম খান, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুর রহমান ও শওকত হোসেন বাঁশি, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল মাওলা, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রহমান ও গোলাম রসুল এবং ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মেহেদী হাসান খান অংশু।