পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী শুরু

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ে শুরু হয়েছে মকবুলার রহমান সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও পিঠা উৎসব। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তাদের একাংশ। ছবি : এনটিভি

পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী ও পিঠা উৎসব শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।

গতকাল রোববার সকালে কলেজের বটমূলে উদ্বোধনী অনুষ্ঠান ও স্মৃতিচারণ হয়। উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) নাজমুল হক প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক এআইএম আইনুন নিশাত খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক,  পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।

কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ মাঠ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি পিঠার বেচাকেনা পরিদর্শন করেন। পরে গৌরবের ৫০ বছর উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।