শ্যালা নদীতে তেলদূষণ নিয়ে প্রতিবেদন

জাতিসংঘ রচনা উপহার দিয়েছে : আবুল মকসুদ

Looks like you've blocked notifications!
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। ছবি : ফোকাস বাংলা

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার-ডুবি নিয়ে জাতিসংঘ ও সরকারের যৌথ প্রতিবেদনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এটা একটা রচনা তারা আমাদের উপহার দিয়ে গেছে। এবং এ রচনাটা বাংলাদেশ সরকার অনুমোদন করেছে। এ রিপোর্টকে আমরা মূল্যহীন বলছি না। একটা পূর্ণাঙ্গ সমন্বিত কর্মসূচি সরকার গ্রহণ করুক, এটা আমরা চাই।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক এম এ মতিন বলেন, ‘আপনারা প্রত্যাখ্যান শব্দটি ব্যবহার করতে পারেন এ অর্থে যে এটি সম্পূর্ণ নয়। এটি বিজ্ঞানভিত্তিক নয়। এটি যৌক্তিক নয়, সে অর্থে। রিপোর্টটিকে প্রত্যাখ্যান করার প্রয়োজন নেই আসলে।’

গত রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পলিন টেমেসিস উপস্থিত ছিলেন।

গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে প্রায় সাড়ে তিন লাখ  লিটার ফার্নেস তেল নিয়ে ডুবে গিয়েছিল তেলবাহী একটি ট্যাংকার ওটি সাউদার্ন স্টার-৭। সুন্দরবনের প্রায় ৮০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সে ফার্নেস অয়েল।

২২ ডিসেম্বর ২৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের প্রতিনিধিদল সুন্দরবন পরিদর্শন করে। ওই সময় ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, জাপান ও কানাডার পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ এবং সরকারের পক্ষে থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়, সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট, বন্য প্রাণী সংরক্ষণ গ্রুপ এবং ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।