রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Looks like you've blocked notifications!
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে যাওয়া বাস দুটি। ছবি : এনটিভি

রাজশাহীর কাটাখালীর দেওয়ানপাড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। আহত আরো ২০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহী ফিরছিল। আর রাজশাহী থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল ‘অর্প’ নামের একটি যাত্রীবাহী বাস। দুপুরে কাটাখালী দেওয়ানপাড়া এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই চালকসহ সাতজন নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এঁরা হলেন চাঁপাইনবানগঞ্জের গোমস্তাপুর এলাকার আজফার, তাঁর স্ত্রী বেলী আরা ও রাজশাহী দুর্গাপুর এলাকার আবু বকর সিদ্দিকি।