চট্টগ্রামে পুলিশের গুলিতে শিবির নেতা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের নেতা ওসমান গনি (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ রহমতনগরের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
ওসমান গনি সীতাকুণ্ড উপজেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, গ্রেপ্তারের সময় ওসমান গনি পুলিশের একটি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গুলি বের হয়ে তাঁর মৃত্যু হয়।
তবে নিহত ওসমান গনির মামা জানান, দুপুরে বাসায় ভাত খাওয়ার সময় সাদা পোশাকে একদল পুলিশ ঘরে ঢুকে ভাতের প্লেট লাথি মেরে ফেলে দেয়। এ সময় ওসমান গনি পেছনের পুকুরে ঝাঁপ দেন। পুকুর থেকে উঠে পালানোর সময় পুলিশ তাঁকে ধরে পেটে গুলি করে চলে যায়। পরে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম জানান, নিহত ওসমান গনির কোমরে গুলির চিহ্ন রয়েছে।
ওসমান গনি নয় মাস জেল খেটে এক সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছেন। ১৭টি মামলার মধ্যে সবকটিতে তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন তাঁর মামা।