ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার একটি মুহূর্ত। ছবি : এনটিভি

বিজয়ের মাসে গ্রামাঞ্চলের মানুষকে আনন্দ দিতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় একদল যুবক এ প্রতিযোগিতার আয়োজন করে।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরসহ সাত জেলার ২১ জন খেলোয়াড়। আর এ খেলা উপভোগ করতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ উপস্থিত হন।

খেলাকে ঘিরে উল্লাসে মুখরিত হয়ে ওঠে জাহানপাড়া গ্রাম। প্রতিযোগিতায় অংশ নেওয়া নীলফামারী জেলার ডোমারের খেলোয়াড় আবদুল বাকি প্রথম হন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা।