সিলেটে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

Looks like you've blocked notifications!

সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিরল প্রজাতির চারটি পেঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ থেকে ওই পেঁচাগুলো উদ্ধার করেন গ্রামবাসী।

পেঁচা উদ্ধারের খবরে উৎসুক জনতা ভীড় করেন জামে মসজিদে। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারকে জানানো হয়।

পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের মোতায়াল্লী মো. জিলু মিয়া জানান, ওয়াজ মাহফিলের মাইক বসাতে গিয়ে দেখা যায় মসজিদের (মিনারায়)  মাইকের স্থানে বসা চারটি বিরল প্রজাতির পেঁচা। পরে এগুলো বের করে নিয়ে আসা হয়।

সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র বিশ্বনাথ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর হাসান পাঠান বলেন, পেঁচা গুলো আমার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন,ওই পেঁচাগুলো বিলুপ্ত হয়ে গেছে। এগুলো সিলেটের খাদিম বনভুমিতে অবমুক্ত করা হবে।