চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলকে আটক করেছে জনতা

Looks like you've blocked notifications!

সিলেট নগরীর জল্লারপার এলাকা থেকে এবার চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে জনতা। মঙ্গলবার চাঁদাবাজির সময় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান (৩০) ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র। এ সময় ওই পুলিশ সদস্যের সহযোগী রকিবুল ইসলাম (২৫) নামের আরেকজনকে আটক করা হয়। সে গোপালগঞ্জ জেলার কাশিলট উপজেলার রাতইল গ্রামের রেজাউল করিমের পুত্র। রকিবুল দীর্ঘ দিন থেকে নগরীর সোবহানীঘাটের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ জল্লারপার, ছড়ারপারসহ ওই এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল মনিরুজ্জামান ও তার সহযোগী রকিবুল। মঙ্গলবার সকালে চাঁদা আদায়কালে তাদেরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।