ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধে অঘোষিত ইনডেমনিটি : পঙ্কজ ভট্টাচার্য
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ‘বিচার বন্ধে সরকার যেন অঘোষিত ইনডেমনিটি জারি করেছে’ বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। আজ শুক্রবার বিকেলে হত্যাকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিকেলে নগরীর ২ নম্বর রেলগেটে সৈয়দ আলী চেম্বারের সামনের রাস্তায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘খুনি খন্দকার মোশতাক সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধের জন্য ইনডেমনিটি আইন প্রণয়ন করেছিল। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বর্তমান সরকার ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধে অঘোষিত ইনডেমনিটি জারি করেছে। ত্বকীর খুনি নরপশুদের বিচার না হলে নারায়ণগঞ্জ পশুদের রাজত্বে পরিণত হবে।’
সমাবেশে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরাও ত্বকী হত্যাকাণ্ডের বিচার চায়, সেখানে ত্বকী হত্যাকাণ্ডের বিচার করতে সরকারের বাধা কোথায়? ওসমান পরিবার ক্ষমতার মদমত্তে খুনি উৎপীড়কদের একটি অন্ধকার জগৎ গড়ে তুলেছে নারায়ণগঞ্জে। প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে ওসমান পরিবারের দায়িত্ব নিয়েছেন। ত্বকীকে যারা খুন করেছে তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার বিলম্বে হলেও হয়েছে, তেমনি ত্বকী হত্যার বিচার হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরো বলেন, বিচার হলে ত্বকীর বাবা-মা হারানো সন্তানকে ফিরে পাবেন না। কিন্তু ত্বকীর মতো অন্য শিশু-কিশোরদের জীবন নিরাপদ হবে। নারায়ণগঞ্জ মাফিয়া গডফাদারকের রাজত্বে পরিণত হলেও একই সাথে ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরামহীন প্রতিরোধের জমিনে পরিণত হয়েছে।
ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দেশে তদন্তকারী সংস্থাগুলোতে পেশাদার দক্ষ কর্মকর্তা থাকলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে তাঁরা সঠিকভাবে তদন্ত করতে পারেন না।’ তিনি অভিযোগ করেন, ‘২০১৩ সালের ৬ মার্চ এমন এক বিকেলে ত্বকীকে অপহরণ করা হয়। চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে থেকে অপহরণ করে তিনতলায় শামীম ওসমানের ক্যাডারের অফিসে নিয়ে প্রথমে ত্বকীকে রাখা হয়। পরে সায়াম প্লাজা থেকে নিয়ে যাওয়া হয় চাষাঢ়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে। রাত ৯টায় আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে খুন করা হয়। সেদিন আজমেরী ওসমানের টর্চার সেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে অভিযান চালালে ত্বকীকে বাঁচানো যেত। যে দেশে জাতীয় সংসদে শিশু হত্যাকারী দাঁড়িয়ে মানুষকে নীতি কথা শোনায়, সে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না।’
ত্বকী মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসসের উপপ্রধান কবি হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার প্রতিবাদে যাঁরা সক্রিয় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসীরা নানা অপতৎপরতা চালাচ্ছে। তিনি সেলিম ওসমান ও শামীম ওসমানকে ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্থ প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।