ভোটে ‘প্রচারে’র চেষ্টা, জাপা এমপিকে যুবলীগের বাধা
লক্ষ্মীপুরের রামগতি পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা জাতীয় পার্টির সভাপতি ও লক্ষ্মীপুর-২ (রায়পুর-লক্ষ্মীপুর সদর একাংশের) সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ নোমানের বিরুদ্ধে প্রচারণার চেষ্টার অভিযোগ করেছে যুবলীগ। তবে এমপি বলেন, নির্বাচনী আচরণবিধির ব্যাপারে তিনি সতর্ক, রামগতির নদীভাঙন পরিদর্শনে যাচ্ছিলেন তিনি।
আজ শুক্রবার দুপুরে রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন জাপা এমপি। কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর সমর্থকরা তাঁকে বাধা দেন এবং নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলেন।
রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল জানান, রামগতি পৌর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। আলেকজান্ডার বাজার মসজিদের সামনে এমপি নোমান পৌঁছালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে বাধা দেন।
এমপি মোহাম্মদ নোমান বলেন, নির্বাচনী অচরণবিধির ব্যাপারে তিনি সতর্ক। প্রশাসনকে অবগত করে মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে তিনি রামগতি যাচ্ছিলেন। পথে রামগতি থানা এলাকায় গেলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে বসেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, বাধা পেয়ে তিনি থানায় আসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিষয়টি জানি না। এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।’