ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণস্বরা গ্রামের মাঠে মিন্টু (২৮) নামের যুবদলের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু সুবর্ণস্বরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ জানিয়েছেন। মিন্টু মাছচাষি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুবর্ণস্বরা গ্রামের মাঠে মিন্টুর একটি পুকুর ছিল। সেখানেই তিনি আজ মাছের পরিচর্যা করছিলেন। বেলা ৩টার দিকে একদল সন্ত্রাসী মিন্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সন্ত্রাসীরা মিন্টুর পূর্বপরিচিত বলেও পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই। পূর্ব বিবাদের জের ধরে মিন্টুকে কুপিয়ে হত্যা করা হতে পারে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায় মামলা হয়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল কাজ করছে বলে জানান ওসি।