সাতক্ষীরায় ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার খেসরা গ্রামের একটি নিমগাছ থেকে সুবল দাস (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী শিক্ষক আমিনুর রহমান জানান, শনিবার সকালে লাশটি তাঁর বাড়ির পাশের গাছে ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। গলায় মাফলার পেঁচিয়ে ঝুলে পড়া লাশটি খেসরা পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজান নিচে নামান।
গ্রামবাসী জানান, সুবল একজন ভ্যানচালক। শুক্রবার তাঁর প্রতিবেশী রফিক মাস্টারের পানের বরজ থেকে কয়েকটি পান নেন। এ সময় রফিকের স্ত্রী তা দেখে ফেলেন। এ নিয়ে তাঁরা সুবলকে বকাবকিও করেন। সুবল তাঁর দোষ স্বীকার করে রফিকের বাড়ি গিয়ে বলেন, ‘চুরি নয়, খাবার জন্য কয়েকটি পান ছিঁড়েছিলাম মাত্র।’ এর পরদিন সকালে তাঁকে তাঁর বাড়ির কাছে একটি ছোট নিমগাছে ঝুলতে দেখা যায়।
খেসরা পুলিশক্যাম্পের ইনচার্জ এসআই মিজান বলেন, আত্মহত্যার কোনো আলামত মেলেনি। সুবলের কানের কাছে একটি গভীর ক্ষত পাওয়া গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। এ জন্য ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সুবলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।