শৈলকুপায় বিএনপি সমর্থক প্রার্থীর ইটভাটায় হামলা
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমানের ইটের ভাটায় হামলা চালানো হয়েছে। এ সময় আশপাশের বিএনপি সমর্থক হিসেবে পরিচিত কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করা হয়। আজ রোববার দুপুর ১টার দিকে পৌর এলাকার চতুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়।
বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমান এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী আশরাফুল আজমের সমর্থকদের দায়ী করেছেন।
অপরদিকে কাজী আশরাফুল আজম দাবি করেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজমের সমর্থকরা কয়েকটি মোটরসাইকেল চড়ে চতুরা গ্রামে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমানের ইটের ভাটায় হামলা চালায়। এ সময় খলিলুর সেখানে উপস্থিত ছিলেন। হামলাকারীরা শ্রমিকদের লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। এ সময় ভয়ে তারা পালিয়ে যায়।
এরপরেই দুর্বৃত্তরা ইসহাক নামের বিএনপির এক সমর্থকের বাড়িতে হামলা চালায়। মারপিট করা হয় তাঁর গর্ভবতী স্ত্রী ববিতাকে। শিশু ও নারীদের ডাকচিৎকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।
খবর পেয়ে শৈলকুপা থানার এসআই এমদাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এরপর আরেক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
মেয়র পদপ্রার্থী খলিলুর রহমানের স্ত্রী রিজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের মাঠে নামতে পারছি না আমরা। প্রতিপক্ষের হুমকি-ধমকি চলছেই। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।’
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব বলেন, নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তিনি এ ধরনের হামলা নিন্দা জানিয়েছে আরো বলেন, আগামীকাল সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবে বেলা ১১টায় জেলা বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে।
আজ সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।