সাবেক সিটি করপোরেশন কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে জখম

Looks like you've blocked notifications!

সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর ছোট ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত শানুর ছোট ছেলে রায়হান ইসলামকে (২২) গুরুতর আহত অবস্থায় প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে রামদার আঘাতে বাঁ হাতের আঙুল খুইয়েছেন কাউন্সিলর শানু।

রোববার রাত ১১টার দিকে রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

গত সপ্তাহে কারাগার থেকে ছাড়া পান রায়হান। 

এর আগে ১৫ ডিসেম্বর শানুর বড় ছেলে সোহানকে একইভাবে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৮টার দিকে শানুর শেখঘাটে ৫২/৪ খুলিয়াপাড়ার বাসা থেকে পাপ্পু নামের এক যুবক রায়হানকে ডেকে নিয়ে যায়। এর পর শেখঘাট এলাকার গরম দেওয়ান (রহ.) মাজারের পাশে মা ভ্যারাইটিজ স্টোরের পাশে গেলে রায়হানকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে কয়েকজন যুবক।

ছেলের পেছন পেছন ঘরে থেকে বের হয়ে শাহানারা বেগমও ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। তাঁর বাঁ হাতের একটি আঙুলে রামদার আঘাত লেগেছে।

পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগে শানুর আরেক ছেলে সোহানকে হত্যা করে দুর্বৃত্তরা।

শানু অভিযোগ করেন, তাঁর অপর ছেলে সোহানকে যারা হত্যা করেছে, তারাই রায়হানকে কুপিয়েছে।