মানিকগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মানিকগঞ্জ পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিমকে (নারিকেল গাছ) ডিজিটাল ব্যানার ও কাউন্সিলর পদপ্রার্থী সাবিহা হাবিব নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার টাঙানোর কারণে আচরণবিধির ৩১ ধারা মোতাবেক তাঁদের প্রাথমিকভাবে সতর্ক করেন। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।