প্রচারে নামতেই বিএনপির প্রার্থীর বাড়িতে গুলি, হামলা
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফিরতেই সাভারে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান বদির বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র।
urgentPhoto
সাংবাদিকদের উপস্থিতিতেই আজ সোমবার বিকেলে সাভার ব্যাংক কলোনিতে বদিউজ্জামানের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত ১৫ জন। ভাঙচুর করা হয় সাংবাদিকদের মোটরসাইকেলও।
বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামান বদি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। অপরদিকে আওয়ামী লীগ এ ধরনের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বদির এলাকায় ফিরেই নৌকা মার্কার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
মামলা থাকায় এতদিন সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিতে পারেননি বিএনপির প্রার্থী বদিউজ্জামান বদি। আজ উচ্চ আদালত থেকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে বিকেলে সাভারে ব্যাংক কলোনির নিজ বাড়িতে ফেরেন। এ সময় দুবৃর্ত্তরা তাঁর বাসা লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাতাড়ি হামলা ও ভাঙচুর চালানো হয়।
বদিউজ্জামান বদি অভিযোগ করেন, ‘আমি আমার আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আওয়ামী লীগের প্রার্থী গনিসাহেবের ছেলে তুহিনের নেতৃত্বে হামলা চালানো হয়। আমাদের মারধর করে তারা চলে যায়। এ সময় তারা বলে, নির্বাচন করার শিক্ষা তারা আমাদের দিয়ে দেবে।’
বিএনপির প্রার্থী আরো অভিযোগ করেন, বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাঁর বৃদ্ধ বাবা ও বোনদের লাঞ্ছিত করে। এ সময় বিএনপির প্রার্থী তাঁর পরিবার নিয়ে পাশের ভবনে আশ্রয় নেন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনার পর গোটা এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আলহাজ আবদুল গনি এনটিভি অনলাইনকে জানান, উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে বদিউজ্জামান বদি ও তাঁর কর্মীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই কর্মী আহত হন বলেও জানান তিনি।