নারায়ণগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিক্ষুব্ধ গ্রামবাসী ও প্রতিপক্ষের লোকজন আবুল হাসনাত (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, আবুল হাসনাত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ছিনতাই, অপহরণ ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।
ওসি জানান, রতনপুর গ্রামের আলী আসগরের ছেলে শাহ পরানের সঙ্গে বিরোধ ছিল আবুল হাসনাতের। শনিবার বেলা ১১টার দিকে শাহ পরানকে অপহরণ করে হাসনাত একই গ্রামের নিজ বাড়িতে আটকে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে একদল গ্রামবাসী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হাসনাতের বাড়িতে হামলা চালায়।
আবুল হাসনাত বেশ কয়েকজন গ্রামবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর বাড়ি থেকে একটু দূরে মেনিখালী নদীর পাড়ে তাঁকে ধরে ফেলে উত্তেজিত জনতা। সেখানেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসনাতকে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসী এতেও বাধা দেয় বলে জানান ওসি কামরুল ইসলাম। তিনি জানান, পুলিশ এ সময় ১২টি রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে হাসনাতকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ওসি কামরুল ইসলাম আরো বলেন, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।