দুর্নীতিমুক্ত পৌরসভার প্রতিশ্রুতি জামালপুরের ৩ প্রার্থীর
জামালপুর পৌরসভায় অংশগ্রহণকারী তিন মেয়র পদপ্রার্থী দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ার অঙ্গীকার করেছেন। আজ বুধবার বিকেলে জামালপুর শহীদ মিনার চত্বরে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এবং উপস্থিত জনতার নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি জামালপুরের সভাপতি এ এ কে মাহমুদুল হাসান।