কুড়িগ্রামের রৌমারী বাজারে অগ্নিকাণ্ড
কুড়িগ্রামের রৌমারী উপজেলার থানা মোড় চত্বরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় থানা ভবন থেকে সামান্য দূরেই এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় জনতার প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানা মোড় চত্বরের ফুল মিয়ার পেট্রল-ডিজেল দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। জ্বালানি তেল থাকার কারণে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। আরো আট দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে পুড়ে যাওয়া দোকানের দুজন স্বত্বাধিকারী ফুল মিয়া ও মোশারফ হোসেন জানান, তাঁদের দুই দোকানেই ৫০ লাখ টাকার মালামাল ছিল।
রৌমারী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। জ্বালানি তেলের কারণে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনাতেও সময় লেগেছে।