সীমানাপ্রাচীরে ট্রাক্টরের ধাক্কা, চাপা পড়ে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার চর মনসা এলাকায় বাড়ির সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তরিকা (৭)। সে চিয়ারফুল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্রী। তার বাবার নাম খোরশেদ আলম।
তেহারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন হারুন জানান, আজ সকালে খোরশেদের বাড়ির ভেতরে নিচু জমি ভরাট করার জন্য ট্রাক্টরে করে মাটি নেওয়া হচ্ছিল। এ সময় বাড়ির সীমানাপ্রাচীরের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। ফলে প্রাচীর ভেঙে শিশু তরিকা গুরুতর আহত হয়। সে তখন ওই প্রাচীরের নিচে খেলছিল। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ঘটনার পর থেকে ট্রাক্টরচালক পলাতক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দেয়ালধসে শিশুর মৃত্যু হয়েছে এ ধরনের একটি খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’