দেশকে অস্থিতিশীল করতেই জঙ্গি হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর ডিআরইউতে আজ সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতেই বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালানো হচ্ছে। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ওই সভার আয়োজন করে। সভায় ২০১৫ সালে অপরাধবিষয়ক সেরা রিপোর্টিংয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ছয় সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক অনেক শঙ্কামুক্ত রয়েছে। আমরা ওই ধরনের জঙ্গির উত্থান হতে দিইনি।’

রাজশাহীর বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি আত্মঘাতী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাগমারায় আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণ ও মিরপুরে জঙ্গি আস্তানার সন্ধান সবই—একই গাঁথা কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।