ঝিনাইদহে মাথায় টায়ার পড়ে সুপারভাইজার নিহত
ঝিনাইদহে মাথায় টায়ার পড়ে বাহারুল ইসলাম (৩৭) নামের বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। তিনি জেলার শৈলকুপা উপজেলার খামারপাড়ার পান্না মিয়ার ছেলে।
ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, গতকাল রোববার দুপুরে বাসে টায়ার তোলার সময় তা বাহারুলের মাথার ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাহারুল।