পুলিশি হয়রানিতে নেতাকর্মীরা চরম আতঙ্কে
নওগাঁ পৌরসভা নির্বাচন সামনে রেখে পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সরকারদলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যরা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
আজ সোমবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি বলেন, পুলিশের এই হয়রানিমূলক গ্রেপ্তারের কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িঘর ছেড়ে তাঁদের আত্মগোপনে থাকতে হচ্ছে।
নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতাকর্মীদের এভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
এ ছাড়া নওগাঁ ও নজিপুর পৌর এলাকায় সরকারদলীয় সংসদ সদস্যরা মধ্যরাত পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন আবু বক্কর সিদ্দিক নান্নু।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান, সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক, বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু, শহর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।