পাবনা পৌর নির্বাচন

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপি প্রার্থীর

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা। ছবি : এনটিভি

পাবনা পৌরসভার ৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে দাবি করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

আজ সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নূর মোহাম্মদ মাসুম। শান্তিপূর্ণ ভোট গ্রহণে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন বিএনপির এই প্রার্থী। লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ মাসুম জানান, পৌরবাসী তাঁকে নির্বাচিত করলে পাবনা শহরের যানজট ও জলাবদ্ধতা নিরসন, শিশুদের চিত্তবিনোদনের ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করবেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেন নূর মোহাম্মদ মাসুম।

এ সময় জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতাসহ দলের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

পরে ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।