নওগাঁয় ৪৯টির মধ্যে ২৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
নওগাঁর দুটি পৌরসভা (নওগাঁ ও নজিপুর) নির্বাচনের জন্য স্থাপিত ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টিই অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে গোলযোগ কিংবা বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থার দাবি জানিয়েছেন।
নওগাঁ পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নওগাঁ পৌরসভায় ৪০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অপরাধপ্রবণ এলাকা ও ভোটকেন্দ্রগুলোর ভৌগোলিক অবস্থানগত বিষয় বিবেচনা করে ১৮টিকে অতিরিক্ত ঝুঁকিপুর্ণ, ১৬টি মাঝারি ঝুঁকিপূর্ণ ও ছয়টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর জন্য নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আবেদন করা হয়েছে। আমাদের চাহিদামতো আইনি সহায়তা পেলে আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’
এ ব্যাপারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. নজমুল হক সনি বলেন, ‘সরকারদলীয় মেয়র প্রার্থী জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন। ভোটের দিন গণ্ডগোল, সন্ত্রাস এবং ব্যালট বাক্স ছিনতাই হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। এ জন্য প্রশাসনের কাছে আমার আবেদন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে যেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।’
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষান বলেন, ‘নওগাঁয় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে বলে আমার মনে হয় না। নওগাঁয় ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল বা সন্ত্রাসী কর্মকাণ্ড অতীতে কোনো দিন হয়নি। এবারও হওয়ার কোনো আশঙ্কা আছে বলে আমি মনে করি না।’
এদিকে, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘নজিপুর পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে ছয়টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সে অনুযায়ী নিরাপত্তা চাওয়া হয়েছে।’
নজিপুর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে গণ্ডগোল ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হতে পারে আশঙ্কা করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল কবির চৌধুরী বাবু নির্বাচনের দিন অবাধ, সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন।
এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম বলেন, ‘অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ টিমগুলো অতিরিক্ত ও মাঝারি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর প্রতি অধিক সতর্ক থাকবে।’