বান্দরবানে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি বিএনপি প্রার্থীর

Looks like you've blocked notifications!

বান্দরবান পৌরসভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবিতে রিটার্নিং অফিসারকে অভিযোগপত্র দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা। সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফরকে লিখিভাবে অভিযোগ দেন ধানের শীষের মেয়র প্রার্থী।

বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা অভিযোগ করে বলেন, ‘ওসি রফিক উল্লাহ প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত লাভবান হয়ে আমার নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ হয়রানি করছেন। নেতাকর্মীদের বাসাবাড়িতে সময়-অসময়ে পুলিশ পাঠিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ওসির উপস্থিতিতে গত রোববার পুলিশ পাহারায় আমার বিরোধী পক্ষ বান্দরবান বাজারে মিছিল এবং মুক্তমঞ্চে সমাবেশ করে আমার বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়েছে। বর্তমানে আমিসহ আমার কর্মীরা ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। ওসিকে প্রত্যাহার করা না হলে অসহায় বিরোধীদলীয় নেতা হিসেবে ভোট বর্জনের সমূহ সম্ভাবনা রয়েছে।’

জাবেদ রেজা আরো বলেন, ‘ভোটের দিন পৌরসভার ২, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে আমার ভোটারদের ভোট প্রদানে বাধাগ্রস্ত করে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা হচ্ছে বলে শুনতে পাচ্ছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থীর দুটি লিখিত অভিযোগপত্র পেয়েছি। অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত রোববার বিকেলে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বান্দরবানে বিএনপির একাংশের নেতাকর্মীরা শহরে ঝাড়ু মিছিল এবং সমাবেশ করেছিল।