কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় ইউএ প্লাজার বর্ণমালা প্রিন্টিং প্রেসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখা।
হামলার প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠন সাম্প্রতিকের সভাপতি শাহানুর রহমান, সাংবাদিক অলক সরকার, ছানালাল বকসী, আব্দুল ওয়াহেদ, ফজলে ইলাহী স্বপন, মোল্লা হারুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যোতি আহমেদ, ইমতে আহসান শিলু, দুলাল বোস, সুব্রতা রায়, ফাল্গুনী তরফদার, সোলায়মান বাবুল, মিজান খন্দকার, মিজানুর রহমান মিজান, মাইকেল রবিন সরকার, প্রলয় দত্ত প্রমুখ।
বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য পদ থেকে রাশেদুজ্জামান বাবুকে অপসারণের দাবি জানান। এ সময় তাঁরা আগামী পহেলা জানুয়ারি শহীদ মিনার চত্বরে কালো কাপড়ে মুখ বেঁধে মানববন্ধন ও সমাবেশ করার ঘোষণা দেন। এ ছাড়া রাশেদুজ্জামান বাবুকে সাংস্কৃতিক অঙ্গন থেকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।
গত সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে এক দল সন্ত্রাসী শ্যামল ভৌমিকের ওপর তাঁর নিজ কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।