ঝিনাইদহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফালী (৩৫) উপজেলার তৈলকুপা গ্রামের বিপুল হোসেনের স্ত্রী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর বাবার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরেই তাঁর মেয়েকে হত্যা করে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহত শেফালী তৈলকুপা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী ছিলেন। স্বামী ছেড়ে কয়েক মাস আগে তিনি একই গ্রামের বিপুল হোসেনকে বিয়ে করেন। সেই থেকে তিনি নতুন স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। আজ মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।