বরিশালে জাটকা জাল নৌকাসহ দুই জেলে আটক
বরিশালের ভাসানচর নদীতে অভিযান চালিয়ে জাটকা, বেহেন্দি জাল ও নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌপুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টায় আতিক (২৫) ও মো. সবুজ (২৭) নামের দুই জেলেকে আটক করে বরিশালে আনা হয়।
মৎস্য কর্মকর্তা (ইলশ) বিমল দাস বলেন, নিষিদ্ধ বেহেন্দি জাল পেতে জাটকা ও অনান্য মাছ নিধন করা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দুই জেলেকে দেড় মণ জাটকা ও কাচি মাছ এবং নৌকাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।